ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যহত রেখেছে বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ রক্ষা পরিষদ ।
২য় বারের মত সোমবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রামে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ রক্ষা পরিষদের আহ্বায়ক ও সমাজ সেবক একরামুল হক সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজাহার আলী, বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মসিউর রহমান, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঙ্গাবাড়ী আওয়ামী লীগ রক্ষা পরিষদের আহ্বায়ক একরামুল হক জানান সপ্তাহে একদিন অসহয় ও দরিদ্রদের জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রী চিকিৎসা দেওয়া হবে ।