সাপাহারে পুলিশের সচেতনামূলক পথসভা ও মাস্ক বিরোধী অভিযান

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করতে সচেতনামূলক পথসভা ও মাস্ক বিরোধী অভিযান পরিচালনা করেছেন সাপাহার থানা পুলিশ।
উপজেলা সদরের জিরোপয়েন্ট, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে “নো মাস্ক, নো মুভমেন্ট ব্যানার” নিয়ে অভিযান পরিচালনা করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার-এর নেতৃত্বে সাপাহার থানা পুলিশ।
এ সময় তিনি মাস্ক ব্যবহারের জন্য সচেতন ও মাস্ক ব্যবহারে জনগনকে উদ্ধত করেন এবং তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানলে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। অযথা রাস্তায় ঘোরা-ফেরাকরা, মাস্ক ব্যবহার না করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ না মানলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
২৩ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওসি তারেকুর রহমান সরকার সরেজমিনে বাজারের বিভিন্ন রাস্তা পরিদর্শন করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ও পথচারীদের মাস্ক পরিয়ে দেন এবং নিরাপদ থাকার জন্য অনুরোধ করেন।
“নিজের ভালো থাকা, সমাজকে ভালো রাখা, দেশকে ভালো রাখার জন্য” আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সবধরনের সহযোগিতা করতে দাবির আহবান করেন তিনি। এ সময় ওসির সাথে থানার চৌকস অফিসারবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।