ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা কালাইবাড়ি বাজারে রুবেল (২৫) নামে এক রোহিঙ্গা যুবক ঘুরাফেরা করার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন।
নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসাউল হক জানান, রুবেল নামে ওই রোহিঙ্গা বেলা সাড়ে ১১টার সময় কালাইবাড়ি বাজারে ঘুরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হলে তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তার নাম রুবেল, পিতার নাম মৃতু আব্দুর রহমান, বাড়ি রাখাইন মন্ডু এবং সে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়। সে চট্টগ্রাম থেকে ট্রেনযোগে চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে নেমে ট্রাকে করে পোরশায় আসে বলে জানায়।
ইসাউল হক আরও জানান, বিষয়টি তারা ইউএনও নাজমুল হামিদ রেজাকে অবগত করলে তিনি থানা পুলিশকে রুবেলকে উদ্ধার করে থানা হেফাজতে রাখার পরামর্শদেন। পরে থানা পুলিশ রুবেলকে উদ্ধার করেন এবং সে বর্তমানে থানায় হেফাজতে রয়েছে বলে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন স্বীকার করেন।