ধূমকেতু নিউজ ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে আগুন ছড়িয়ে পড়লে দীঘিনালা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
দীঘিনালা ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবলা দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে করেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।