ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ইভটিজিং এর অভিযোগে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় এসআই জান্নাতুল ফেরদাউস সঙ্গীয় ফোর্সসহ ঘাটনগর ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রাম থেকে তাদের আটক করেন।
এরা হলেন, বাঙ্গাবাড়ি গ্রামের কামালের ছেলে নুর আলম (১৮) ও খাইরুলের ছেলে লিটন বাবু (১৯)।
থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, বাঙ্গাবাড়ি গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে (১৪) বাড়ি থেকে এ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য স্কুলে যাচ্ছিলেন। মেয়েটি ছয়ঘাটি দিঘির উত্তর পাশে রাস্তায় পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা যুবক দুইজন তাকে যৌন হয়রানীমূলক কথাবার্তা ও জোরপূর্বক মোবাইলে ছবি ধারণসহ নানাভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে মেয়েটির বাবা শাহ্ আলম থানায় অভিযোগ করলে থানা পুলিশ যুবক দুইজনকে আটক করেন বলে তিনি জানান। এব্যাপারে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।