ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন মতবিনিময় করেছেন।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, বর্তমান করোনা মোকাবেলায় উপজেলাবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি ও মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করেন, এবিষয়ে লিখনির মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার সার্থে সাংবাদিকদের ভুমিকা অপরিসিম।
এছাড়াও উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে উপজেলায় কর্মরত সাংবাদিকেরা স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করবেন বলে আশাবাদ বাক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন মিলু, কোষাধক্ষ্য আবু জর গিফারী, সাংবাদিক এমদাদুল হক দুলু, রুবেল হোসেন, শাকিল হোসেনসহ প্রায় ২৫ জন সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য গত ১ এপ্রিল ইউএনও আলপনা ইয়াসমিন বদলগাছীতে যোগদান করেন।