ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দোকান মালিকরা। শিল্প-কারখানা খোলা থাকবে। অথচ দোকানপাট বন্ধ থাকবে। এটাকে বৈষম্যমূলক দাবি করে এই লকডাউন বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা ট্র্যাফিক মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে তাদের এবং এর সঙ্গে জড়িতদের চরম দুর্ভোগে পড়তে হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। এই বিক্ষোভ মিছিল শহরের বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন ব্যবসায়ীরা। সমাবেশে তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে সাধারণ মানুষ মানছে না লকডাউন। হুড়মুড় করে শহরে প্রবেশ করছে নানা বয়সী মানুষ। তাদের সঙ্গে যোগ দিয়েছে ছোটোখাটো যানবাহন। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। সোমবার লকডাউনের প্রথম দিন এমন চিত্রই দেখা গেছে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা।
লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে শহরের পৌরবাজারসহ সবগুলো কাঁচাবাজারে মানুষের উপচেপড়া ভিড় চোখে পড়ে। সেখানে সামাজিক দূরত্বের কোন বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। এদিকে শহরের বিভিন্ন এলাকায় জেলা পুলিশের টহলের পাশাপাশি মাস্ক বিতরণ করতে দেখা গেছে। শহরের বিভিন্ন মার্কেটের দোকানপাট বন্ধ থাকলেও দোকানের সামনে বা আশেপাশেই চুপচাপ বসে ছিলেন দোকানের মালিক বা কর্মচারী। পরিস্থিতি বুঝে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছেন তারা। মাইকিং করা ছাড়া সরকার ঘোষিত নির্দেশনা কার্যকরে প্রশাসনের তেমন কোনো ব্যবস্থা চোখে পড়েনি।
কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানান, লকডাউন কার্যকর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাহলেই কেবল সম্ভব করোনার হাত থেকে মানুষকে রক্ষা করা। তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।