ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে করোনায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সোমবার ১২ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় বীরপলি গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শফিকুল ঢাকায় কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়। পরে সে নিজ গ্রামের বাড়িতে ফিরে এসে গোপনে চিকিৎসা চালায়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, সে ডায়াবেটিস ও জন্ডিসে আক্রান্ত ছিলো। আমরা এ তথ্য পেয়েছি। করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত নয়।