ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় জনস্বাস্থ্য অধিপ্তর কতৃক স্থাপিত সাবমারসিবল পাম্প পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
তিনি রোববার দুপুরে গাঙ্গুরিয়া গ্রামের ইসমাইলের বাড়ির পাশে স্থাপন করা ওই পাম্প পরিদর্শন করেন।
এসময় তিনি গ্রামের জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের পানির চাহিদা মেটানোর ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র জন্য দেয়া করতে বলেন। গ্রামের পানির চাহিদা মেটানোর জন্য পাম্প স্থাপনের কারণে গ্রামের জনগণ চেয়ারম্যানকে ধন্যবাদ দেন। পাম্পটি স্থাপনের জন্য স্থানীয়দের অনেক সুবিধা হয়েছে বলে তারা জানান।