ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের আটগ্রাম এলাকায় ট্রাক-লরী ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চালক-হেলপারসহ ৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী লরীকে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। লরীটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পাশে থাকা একটি মোটরসাইকেলের উপর পরে। এতে মোটরসাইকেল আরোহী আহত হয়।
পরে স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে ট্রাকের চালক ও হেলপার মারা যায়। এই ঘটনায় এক মোটরবাইক আরোহীও মারা যায়। তবে এখন পর্যন্ত কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনা কবলিত লরী ও ট্রাকটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।