ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনার ২য় ধাপে গত তিনদিনে ৩ জন করোনা আক্রান্ত হওয়ায় রেড জোন হতে চলেছে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন।
মঙ্গলবারও সেখানে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা মনিটরিং অফিসার ডাঃ হাসান আলী জানান, মঙ্গলবার নতুন করে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের এক ব্যক্তি করোনা পজেটিভ হয়েছে। তাকে রহনপুর হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা দেয়ার সময় চিকিৎসক তার করোনা পরীক্ষার উদ্যোগ নেন।
মঙ্গলবার তার এন্টিজেন টেস্ট করা হলে করোনা ধরা পড়ে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হোম আইসোলোশনে রাখা হয়েছে। এ নিয়ে গোমস্তাপুর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।