ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৭৫০গ্রাম গাঁজাসহ আবুল কালাম (২৯) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের দুয়ারপাল কালিপুকুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম একই গ্রামের আকবর আলীর ছেলে।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, আটক কালাম গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমরিন রাশাদ, এএসআই গোলাম রাব্বানী, আহসান হাবিব, লাভলু মিয়া ও লাইছুর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে এবং বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।