ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির চাপায় আবির (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার চাবনাই নারানপুর গাইনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের মিল্টনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চাবনাই নারানপুর গাইনপাড়া এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলি (ষ্টিয়ারিং) শিশু আবিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করলেও ঘাতক ট্রলি ও ট্রলির চালককে আটক করতে পারেনি। নিহত শিশু আবির চাবনাই নারানপুর গাইনপাড়ায় তার নানা নকিম উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিল।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, ষ্টিয়ারিংয়ের চাপায় আবির নামে ৮ বছরের এক শিশু মারা গেছে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসছিল। তবে ষ্টিয়ারিং বা ষ্টিয়ারিংয়ের চালককে আটক করা যায়নি।