ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সভা, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ মে) বিকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় মাসিক সভা ও মাহফিলের আলোচনায় অংশ নেন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সেলিম রেজা ডালিম, জাবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য নূরুন নবী, রাসিকুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, রতন কুমার, ইমরান ইসলাম, শাকিল আহমেদ, আল মাহমুদ, কাশিদুর রহমান, হাদিসুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ, দোয়া মাহফিল, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সভায় সদ্য প্রয়াত নিয়ামতপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ শোক প্রস্তাব পাশ করা হয়। সভায় বক্তাগণ স¤প্রতি মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকারী বিধিমালা মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের জন্য আহŸান জানান।