ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়ায় এলাকার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্ত¡রে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা) ড. সুমন কুমার পান্ডে।
বিশেষ অতিথি ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, মোমিনপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোকাররেবুর রহমান নাসিম, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, আমেরিকার ভার্জিনিয়ার ‘সেভাতে’ কোম্পানীর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিদ্যালয়ের ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৭৯ হাজার টাকার ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে ছিল- চাউল, ডাউল, সাবান, আটা, চিনি, তেল, সেমাই, দুধ, মসলা এবং মাস্ক।