ধূমকেতু প্রতিবেদক : পাবনায় ১২ (বার) কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-২। মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন শঠিবাড়ী এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (৩৮), নাটোর জেলার সিংড়া থানাধীন উত্তর দমদমা এলাকার ঈছা হক টুটুলের ছেলে শিমুল হোসেন (২৩) ও নাটোর জেলার সিংড়া থানাধীন তেরবাড়ীয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে রবিউল ইসলাম (২২)।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া মোড়ে চেকপোষ্ট পরিচালনা কালে ১২ (বার) কেজি অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজাসহ তিন জন মাদক ব্যববসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হয়।