ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটার দেয়ালচাপায় মদিনা বেগম (৫২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিজু (৪৭) নামে এক শ্রমিক আহত হয়েছে।
রোববার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক জর্দারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
এই দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার এসআই তপন জানান, সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় কাজ করা অবস্থায় ইটভাটার দেওয়াল ধ্বসে মদিনা বেগম নামে এক শ্রমিক চাপা পড়ে। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় চকদৌলতপুর গ্রামের মিজু নামে এক শ্রমিক আহত হলে তাকে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।