ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইয়াবা সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গত ৮ মে রাত ৮ টায় নানাইচ পাগল দেওয়ান সড়কে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই. মাসুদসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৮) কে ৩৮ পিচ ইয়াবাসহ আটক করে। এ সময় তার ব্যবহৃত ১টি মটর সাইকেল এর সিটের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আসামী মেহেদী চালকের আসনে ছিলেন।
এসময় মোটরসাইকেলে থাকা অপর যুবক কৌশলে পালিয়ে যায়। মেহেদী হাসান ইসবপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র। সে ইসবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। ইতিপূর্বেও সে মাদক মামলায় আটক হয়েছিলেন বলে থানাসূত্র জানায়। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মাদক মামলা হয়েছে। মামলা নং ১৬, তারিখ-৮/৫/২১ ইং সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসীরা জানান।