ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে সোনার বারসহ ইসরাফিল হোসেন পুকু নামের এক ইউপি সদস্য বিজিবির নিকট গ্রেপ্তার হয়েছে। স্বর্ণসহ আটক ইসরাফিল হোসেন পুকু জীবননগরের গয়েশপুর গ্রামের স্কুল পাড়ার মৃত দৌলত হোসেন দুলুর ছেলে ও সীমান্ত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান রোববার রাত সোয়া ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জিলাস উদ্দীনের নেতৃত্বে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। রোববার বিকেল ৫টায় গয়েশপুর গ্রামের স্কুল পাড়ার মাঠে তারা এ অভিযান চালান।
এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য ইসরাফিল হোসেন পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬৩ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।