ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী-মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ মে বেলা ১১ টায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও পরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তামাকমুক্ত ধামইরহাট গড়তে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইশতিয়াক আহমেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, বন্ধন এর আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক শফিক মাহমুদ, ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা পিয়ারা খাতুন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফওসিইপি শেফালী খাতুন, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখসহ পল্লী সমাজের নেতৃবৃন্দ।
বক্তাগণ জানান, ‘সারা বিশ্বে তামাক সেবনে ৮০ লাখ মানুষ অকাল মৃত্যুবরণ করেন, তাই তামাকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়া দরকার। বর্তমান হোটেল-রেস্তোরা রাস্তার ফুটপাতে খাড়াহাটি চায়ের দোকানগুলোকেও প্রকাশ্যে ধুমপান করা হয়, অথচ প্রকাশ্য ধুমপানে ৩ শত টাকা জরিমানা অনাদায়ে কারাদন্ডেরও বিধান রয়েছে। সাধারণ মানুষের সচেতনতা ও আইনের সঠিক প্রয়োগই সমাজকে তামাকমুক্ত করতে পারে বলে বক্তাগণ মতামত প্রকাশ করেন।’