ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট রেলওয়ে বিভাগে কর্মরত শফিকুল ইসলাম নামে এক রেল কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ও তার পরিবারের বিরুদ্ধে গণস্বাক্ষরকৃত একটি লিখিত অভিযোগ পুলিশ সুপার বরাবর দায়ের করেছে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার খোঁচাবাড়ি নজরুলটারী এলাকার জয়নাল হকের জামাতা শফিকুল ইসলাম (৩৫) এর পরিবারের সাথে একই এলাকার মৃত সোলেমান আলীর ছেলে শামসুল হকের (৫০) দীর্ঘদিন থেকে পরিবারের বিরোধ চলে আসছে। সম্প্রতি শফিকুলের শশুর জয়নাল হকের মা ছহিরন বেওয়া (৯০) এর নিজ নামীয় জমি বিক্রির গচ্ছিত ২লাখ ২৫হাজার টাকা আত্মসাত করে এবং তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় জয়নাল। এমতাবস্থায় ছহিরন বেওয়া প্রতিপক্ষ শামসুল হকের বাড়িতে আশ্রয় নিলে ক্ষেপে যায় ছেলে জয়নাল হক ও তার জামাতা শফিকুল। এরই জের ধরে গত ২৭ এপ্রিল রাতের আঁধারে শামসুল হকের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে পরিবারের লোকজনকে এলোপাথারী মার-ডাং করতে থাকে। এক পর্যায়ে তারা দা দিয়ে কুপিয়ে শামসুল হকের মাথা ও ডান হাত এবং তার স্ত্রী রাশেদা (৪৫) ও ছেলে রাশেদ (৩০) কে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। আহতদের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিয়ে পরদিন ছেলে রাশেদ বাড়িতে এলে আবারো জয়নাল হক ও তার পরিবারের লোকজন রাশেদকে নিজ বাড়ি হতে টেনে-হেঁচড়ে জয়নাল হকের বাড়িতে নিয়ে একটি ঘরে আটকে রেখে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন চালায়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে রাশেদের কোমড়সহ স্পর্শকাতর স্থানে কাটা রক্তাক্ত জখম করে। একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় রাশেদের স্ত্রী নুরবানু বেগম (২৫) জয়নালের বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় রাশেদকে উদ্ধার করে পুনরায় সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে জয়নাল হক ও তার জামাতা শফিকুল ইসলামের এমন কর্মকান্ডে অতিষ্ট হয়ে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে লালমনিরহাট পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি আমলে নিয়ে পুলিশ সুপারের নির্দেশে থানায় একটি মামলা রুজু হয়। মামলা নং- ১৩, তারিখ- ১০/৫/২০২১ইং।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, জয়নাল হক ও তার জামাতা শফিকুল ইসলাম অকারনে এলাকার লোকজনকে নানাভাবে হয়রানী ও জুলুম অত্যাচার করে আসছে। তারা এলাকার উশৃংখল লোকজন হওয়ায় কেউ তাদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করে না।
এ ব্যাপারে ভুক্তভোগী শামসুল হক জানান, তুচ্ছ কারণে জয়নাল হক ও তার জামাতা শফিকুল দীর্ঘদিন থেকে আমার পরিবারের লোকজনের সাথে ঝগড়া বিবাদ করে আসছে। টাকা আত্মসাতের ব্যাপারে প্রতিবাদ করায় তারা আমার ও আমার পরিবারের ওপর রাতে আঁধারে অতর্কিতভাবে হামলা চালায়। পরে এ ঘটনায় আমার স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। কিন্তু সেই মামলায় আাসামী শফিকুল জামিন পেয়ে আমার স্ত্রীকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। আমার স্ত্রী মামলা তুলে না নেয়ায় তারা আমাদেরকে প্রতিনিয়তই প্রাণ নাশের হুমকি দিযে আসছে। সম্প্রতি এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত রেলকর্মচারী শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনাটিকে ধামাচাপা দেয়ার জন্য এবং সংবাদ প্রকাশ না করার জন্য এ প্রতিবেদককে অবৈধ প্রস্তাব দেন।