ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মিনহাজুল ইসলাম (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এসময় শাহীন আলম নামে অপর মোটরসাইকেল আরোহী আহত হন।
নিয়ামতপুর থানা সূত্রে জানা যায়, নিহত মিনহাজুল ইসলাম ও আহত শাহীন আলম একই মোটরসাইকেলে উপজেলার নিমদীঘি বাজার থেকে নিজ বাড়ী আসার পথে বুধবার ২ জুন বেলা দেড়টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মদনাকান্দর গ্রামের রাস্তার উপর পৌছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত অবস্থায় মিনহাজুল ইসলাম ও শাহীন আলমকে স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক মিনহাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত মিনহাজুল ইসলাম উপজেলার রসুলপুর ইউনিয়নের উষ্টিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে এবং আহত শাহীন আলম উপজেলার রসুলপুর ইউনিয়নের বনগাঁপাড়ার সোহবুল হোসেনের ছেলে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, বিষয়টি জেনেছি। থানায় কোন অভিযোগ হয়নি। লাশ অভিভাবকরা নিজ বাড়ীতে নিয়ে গেছে।