ধূমকেতু প্রতিবেদক, পাবনা : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পাবনায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা সিভিল সার্জন অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে জানানো হয়, জেলায় টিকা খাওয়ানো হবে ৩ লাখ ৮৭ হাজার ২৬৭ জন শিশুকে।
এর মাঝে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪৬ হাজার ৬১৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩ লাখ ৪০ হাজার ৬৪৯ জন। সর্বমোট টিকাদান কেন্দ্র থাকে ১ হাজার ৯ শ ৪৭ টি। মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রথম শ্রেণীর তদারককারী মিলিয়ে একাজে নিয়োজিত থাকবেন ৪ হাজার ৮ শ ৮৭ জন মানুষ। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ৫ জুন থেকে ১৯ জুন অবধি পর্যন্ত চলবে বলে জানানো হয় সভায়। করোনার এই ভয়াবহ সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের জন্য আহবান জানানো হয়।
ওরিয়েন্টেশনে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সিনিয়র তথ্য কর্মকর্তা শামিউল আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, জেলা ইপিআই সুপারভাইজার রবিউল আলম, সিভিল সার্জন অফিসের সিনিয়র পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ^াস প্রমূখ।