ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বিধবাকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিল্লাত হোসেন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ নিজেই বাদী হয়ে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
অভিযুক্ত আসামি মিল্লাত হোসেন উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মহিউদ্দিন গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
এর আগে ৩০ মে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চর মহিউদ্দিন গ্রামে বিধবা গৃহবধূর বসতঘরে জোরপূর্বক ধর্ষণের এ ঘটনা ঘটে।
মামলার এজহারের বরাতে পুলিশ জানায়, আট বছর আগে ওই নারীর স্বামী মারা যায়। ৩০ মে রাত সাড়ে ৯টার দিকে ওই নারী রাতের খাবার শেষে সন্তানদের নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন।
রাত সোয়া ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খোলা রেখে বাহিরে যান ওই নারী। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির মিল্লাত হোসেন তার বসতঘরে ঢুকে পড়েন।
ওই বিধবা নারী বাইরে কাজ শেষে ঘরে ঢুকে দরজা বন্ধ করামাত্র ধর্ষক মিল্লাত তার মুখ চেপে ধরে বসতঘরের মাটিতে ফেলে ধর্ষণ করে।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।