ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : মা স্টোক করে সর্ব শরীর অবোস, নিথর দেহে নিয়ে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছে। তবুও অবুঝ এক শিশু দুধ পান করছে, অপর শিশু মায়ের বুকের উপর শুয়ে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এমন একটি স্ট্যাটাস দেখে অবশেষে শয্যাশায়ী দরিদ্র ওই নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের সহ সভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান। শনিবার (৫জুন) দুপুরে তিনি শহরের ওয়ার্লেস কলোনী এলাকায় শয্যাশায়ী সেলিনা খাতুন (২৭) নামে অসুস্থ্য দরিদ্র ওই নারীর বাড়িতে গিয়ে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে রংপুরে পাঠান। এসময় আবেগ আপ্লæত হয়ে অসুস্থ্য ওই নারীর প্রতিবন্ধী বৃদ্ধ মা মরজিনা বেওয়া আওয়ামীলীগ নেতা সুমন খানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এছাড়া এমন মানবিক কাজে এলাকাবাসীও তাকে ধন্যবাদ জানান।
এসময় আওয়ামী লীগ নেতা সুমন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) দেখে ওই নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছি। যেহেতু ওই নারীর স্বামী দরিদ্র তাই, চিকিৎসা করাতে যা অর্থ লাগে সব বহন করা হবে।
এসময় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।