ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুনের নিজস্ব উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৫জুন) বিকালে শহরের মিশনমোড় এলাকায় এসব বনজ গাছের চারা বিতরণ শেষে লালমনিরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে ফলজ গাছের চারা রোপন করা হয়।
গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল আহমেদ অয়ন, ছাত্রলীগ নেতা শেখ তানভীর, শাওন শিকদার, থানা ছাত্রলীগ নেতা শ্রী হৃদয় চন্দ্র বর্মণ, যুবলীগ নেতা নুর আলম বারুজ প্রমুখ।