ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় গাঁজার গাছ সহ নজরুল ইসলাম(৬৫) নামে এক চারা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার গাংগুরিয়া বাজার পাড়ার মৃত হাসান আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই রোস্তম, এসআই শীতল কুমার ও এএসআই মজিদ গাঙ্গুরিয়া নজরুলের নার্সারী থেকে ১৩টি গাঁজার গাছসহ তাকে আটক করেন। গাঁজা গাছ গুলির ওজন ৯ কেজি ৩০০গ্রাম। বেশ কিছুদিন পূর্বে গাঁজা গাছ গুলি ওই নার্সারীতে রোপন করা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।
থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটককৃত নজরুলকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।