ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় দেড় মাস বয়সী প্রিন্স নামের এক শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২১ জুন) ঠাণ্ডা জ্বর নিয়ে শিশুটির বাবা আকাশ আলী তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরপর বিকেলে শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে নমুনা সংগ্রহ করে টেস্ট করালে
মঙ্গলবার (২২ জুন) দুপুরের দিকে তার রিপোর্ট পজেটিভ আসে। পরে শিশুটিকে শিশু ওয়ার্ড থেকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
কুষ্টিয়া বড় স্টেশন এলাকায় বসবাসকারী শিশুটির পিতা আকাশ আলী জানান, কয়েকদিন যাবত ঠাণ্ডা জ্বরে ভুগছিল প্রিন্স। গতকাল তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করি। নমুনা সংগ্রহের পর সে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ বিষয়ে করোনা ওয়ার্ডে দায়িত্বে থাকা ডা. ইফেতখার হাসান জানান, কুষ্টিয়ায় এই প্রথম দেড় মাসের শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রাখা হয়েছে।