ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ছেলে শামসুল ইসলামকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সুফিয়া বেগম (৬০) নামের এক মা ও ছেলে আহত হয়েছে। এমর্মে বুধবার রাতে ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলো, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে লিপু (২৫) ও লিমন হোসেন (২৭) এবং একই গ্রামের মৃত ভাঙ্গন মন্ডলের ছেলে আফজাল হোসেন (৫০)।
জানা যায়, ২৩ জুন বুধবার দুপর ২ টার দিকে উপজেলার মনিহারপুর গ্রামের মৃত আবু বক্কর মন্ডলের ছেলে শামসুল এর ছাগল একই গ্রামের আফজাল হোসেনের জমিতে ঘাঁস খেতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে আফজল হোসেনসহ তাঁর দুই ছেলে লিপু ও লিমন এসে শামসুলকে এলোপাথাড়ি মার-ধর করতে থাকে। এ সময় শামসুলের চিৎকারে তার মা বাড়ী থেকে বেরিয়ে এসে ছেলেকে রক্ষা করতে গেলে তারা শামসুলের মাকে হাসুয়া দিয়ে কোপ দেয়।
এতে মা সুফিয়া বেগম এর হাতের আঙ্গুল কেটে যায় এবং সে অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সুফিয়া বেগম সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘটনায় বুধবার রাতে শামসুল ইসলাম বাদি হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করে ।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।