ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার আইহাই হতে শুকরইল গ্রাম পর্যন্ত ব্যক্তি উদ্যেগে ও নিজস্ব অর্থায়নে মাটির রাস্তার সংস্কার কাজ করেন বাংলাদেশ আওয়ামী লীগ আইহাই ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও আইহাই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউজ্জামান টিটু মাষ্টার। সংস্কার কাজটি করতে সহযোগীতা করেন শুকরইল গ্রামের তরুন দল।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ বিঘা জমির আম বাজারজাত করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বিপাকে পড়েছিলেন আম চাষিরা। তাদের কথা চিন্তা করে বৃহস্পতিবার (২৪ জুন) নিজস্ব অর্থায়নে ওই রাস্তার সংস্কার কাজ করে দেন বাংলাদেশ আওয়ামী লীগ আইহাই ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও আইহাই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউজ্জামান টিটু মাষ্টার।
জিয়াউজ্জামান টিটু মাস্টারের প্রচেষ্টায় এবং নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজটি শেষ হয়েছে। এতে করে আম চাষীগণ অনেকটা খুঁশি। রাস্তা সংস্কারের কাজ করায় এলাকার অভিজ্ঞ মহল ও সূধীজন টিটু মাস্টারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
জিয়াউজ্জামান টিটু মাষ্টার বলেন, আইহাই ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে সুখে-দুখে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। এই ইউনিয়নের সমস্যাগুলি চিহ্নিত করে সামর্থ অনুযায়ী সমাধাণ করার চেষ্টা করে যাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি’র কাছে জিয়াউজ্জামান টিটু মাষ্টারসহ এলাকাবাসীর দাবী, জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকা করার জন্য।