ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন ।
শুক্রবার (২৫ জুন) সকাল ৮ ঘটিকায় নওগাঁ জেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় থেকে মেজর শাকিব, মেজর আশরাফও মেজর মোর্শেদ আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হেরোইনসহ সোহেল রানা নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের চাঁন্দু মিয়ার ছেলে সোহেল রানা (৩১) কে ৪০০ গ্রাম হেরোইন, ০১ টি মাইক্রোবাস, ০৩ টি মোবাইল, ০৫ টি সীমকার্ড, ০১ টি মেমোরিকার্ড, ৮০ কেজি আম, ০১ সেট গাড়ীর কাগজপত্র, নগদ ৮ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান র্যাবের একটি সূত্র।