ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় বাইসাইকেল ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র স্বেচ্ছাধীন তহবীল এবং ধর্ম মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুরে ঢাকা নিজ কার্যালয় থেকে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাইসাইকেল ও চেক বিতরণের উদ্বোধন করেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউএনও নাজমুল হামিদ রেজা।
পরে স্থানীয় নৃ-গোষ্ঠির ১০জন ছাত্রের মাঝে ১০টি বাইসাইকেল, বিভিন্ন এতিম খানার এতিমদের মাঝে ২৮লক্ষ টাকার চেক, বিভিন্ন মন্দির, মসজিদ ও ব্যক্তির মাঝে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের স্বেচ্ছাধীন তহবীলের ১ লক্ষ ৭ হাজার টাকা এবং ধর্ম মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদ ও মন্দিরের জন্য প্রাপ্ত ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আওয়ামী লীগ সেক্রেটারী মোফাজ্জল হোসেন ও সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।