ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট ৩ আসনের সাবেক সাংসদ মরহুম আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল এর পুত্র ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকারী সদস্য ডা. তানভীর ফেরদৌস সাঈদ এর অর্থায়নে হতদরিদ্র মানুষের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে লালমনিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ২৫জন হতদরিদ্র মানুষের মাঝে ২৫টি গবাদি পশু (ছাগল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর, আওয়ামী লীগ নেতা রমজান আলী সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন, “মহামারী করোনা ভাইরাসের কারণে লালমনিরহাটে অনেক মানুষ অর্থ কষ্টে আছেন। বিভিন্ন সময় এইসব হতদরিদ্র মানুষরা এসে তাদের সমস্যার কথা জানাতো। সেই বিষয়টিকে মাথায় রেখে কেন্দ্রীয় যুবলীগের কার্যকারী সদস্য ডা. তানভীর ফেরদৌস সাঈদ এর সহযোগীতায় সুবিধা অনুযায়ী তাদেরকে ধাপে ধাপে সহায়তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এসব গবাদি পশু যেন তারা ভবিষ্যতে লালন পালন করে জীবিকা নির্বাহ করতে পারে আমরা এটাই কামনা করছি।