ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার ২৭ জুন রাত সাড়ে ১০টায় নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম (৪১) ও আব্দুল বাছেরের ছেলে ফজলে রাব্বী (২৮) কে আটক করেন। এসময় তাদের কাছে থেকে ০২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের সোমবার দুপুর ১২টায় বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।