ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে চোর চক্রের দুই সদস্যকে।
মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গণমাধ্যমকর্মীদের এক প্রেস ব্রিফিং এ জানান, গত ১৮ জুন বেড়াতে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হলে তিনি বেড়া মডেল থানায় গত ২৬ জুন মামলা (নম্বর- ১৬) দায়ের করেন। এরপরে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা নানান স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সুজানগর থানার বনকোলা দাসপাড়া এলাকা থেকে মোয়াজ্জিনের ছেলে চোর চক্রের সদস্য মনিরুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় বেড়া থেকে চুরি হওয়া আরটিআর এ্যাপার্টি মোটরসাইকেল। তারই স্বীকারোক্তি মোতাবেক সদর থানার বলরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে চোর চক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেল (৩০) কে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫ টি চোরাই মোটরসাইকেল।
পুলিশ সুপার জানান, মোটর সাইকেল চোর চক্রের সদস্যদেরকে গ্রেপ্তারে এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি এও জানান, গ্রেপ্তার হওয়া মোটর সাইকেল চোর সাদ্দামের বিরুদ্ধে পাবন সদর থানায় তিনটি মামলা রয়েছে।
পুলিশ সুপারের বিফ্রিংকালে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, গোয়েন্দা বিভাগের ওসি আব্দুল হান্নানসহ পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।