ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে চলমান বিধি নিষেধ বা লকডাউনে দোকান খোলা রাখার অপরাধে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্যবাজার এলাকার এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এই কোর্ট পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার।
তিনি জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে চলমান লকডাউনে শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হানিফ হার্ডওয়্যারের দোকান খোলা রাখায় লোক সমাগম পরিলক্ষিত হয়। তাই হানিফ হার্ডওয়্যারের মালিককে মোবাইল কোর্টে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।