ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরোধপূর্ণ জমির দখলের বিষয়ে উভয় পক্ষকে স্থিতীবস্থা বজায় নির্দেশ প্রদান করেছে আদালত। গত ২৭ জুন গোমস্তাপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এ নিষেধাজ্ঞা জারি করেন।
এর আগে শ্রী শ্রী শ্যামরায় দেব বিগ্রহ দেব স্টেটের সেবাইত মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী ওই আদালতে মামলা দায়ের করলে আদালত তাকে ও বিবাদী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল ও গোমস্তাপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কে এ নির্দেশ প্রদান করেন।
প্রসঙ্গত, গোমস্তাপুর ইউনিয়নের গোঙ্গলপুর মৌজার ১৪.৪৭ একর জমি নিয়ে দীর্ঘদিন যাবত সরকার পক্ষ ও রহনপুর দেবত্তর স্টেটের বিরোধ চলে আসছে।