ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্মাণাধীন ট্রয়লেটের ট্যাংকি পরিস্কার করতে নেমে শরিফুল(২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় তাঁকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ্য হয়েছে আরও দু’জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার দাইপুখুরিয়া গ্রামের মিয়াপুর গ্রামে।
দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়াপুর গ্রামের তোজাম্মেল হকের বাড়ীর ট্রয়লেটের ট্যাংকি নির্মাণ কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে শরিফুল ইসলাম ট্যাংকির ভিতর প্রবেশ করে।
এসময় তাঁর সাড়া শব্দ না পেয়ে বাড়ীর মালিক তোজ্জাম্মেল হকও নিচে নামে। এসময় তাঁরা দুজন অজ্ঞান হয়ে পড়লে তাঁদের উদ্ধারে নিচে নামে অপর শ্রমিক মাসুম। এক পর্যায়ে তিনিও অসুস্থ্য হয়ে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে অচেনত অবস্থায় ট্যাংকির ভিতর হতে তিনজনকে উদ্ধার করা হলেও শরিফুল মারা যান। নিহত শরিফুল ইলাম গোমস্তাপর উপজেলার চৌডালার বাসিন্দা। অপর দুজন অসুস্থ্য হয়ে একই এলাকায় চিকিৎসাধীন রয়েছে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ পরিবারের সদস্য নিজ বাড়ী নিয়ে যায়।