ধূমকেতু প্রতিবেদক, পোরশা : করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ বাস্তবায়নে নওগাঁর পোরশায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বুধবার বিকালে পোরশা বাজার আড়তের মোড়ে ওই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও মাস্ক বিতরণ করেন।
এসময় তিনি উপজেলাবাসীকে সামাজিক দুরুত্ব বজায় রাখতে, মুখে মাস্ক পরতে ও সরকারী নির্দেশনা সমূহ পালনের জন্য অনুরোধ করেন।
তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিঞা, সাংগঠনিক সম্পাদক শাহ্ আবু সাঈদ চৌধুরী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দিন, সম্পাদক এহতেশামুল হক শাহ্, ৩নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক জোবায়ের রহমান ও ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।