ধূমকেতু প্রতিবেদক, নাচোল : বুধবার দুপুর ১২টায় নচোল ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমী কক্ষে কেন্দ্রীয় উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’র সভাপতি হিঙ্গু মুরমুর সভাপতিত্বে ১৬৬ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন ও সাঁওতাল বিদোহের উপর রচিত প্রকাশনা ‘মাদল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
১৬৬তম সাঁওতাল বিদ্রোহ বিবস ও ‘মাদল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিধু-কানুর প্রতিকৃতিতে মাল্যদান, শহীদদের প্রতি সম্মানার্থে ১ মিনিট নিরবতা পালন শেষে প্রদীপ হেমরোম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিন হেমরোম, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ’র সম্পাদক কর্ণেলিউশ মুরমু, অনলাইন পত্রিকা ‘দি সান্তালস টাইমসে’র প্রকাশক ও সমাজকর্মী স্টেফান সরেন, নাচোল আদিবাসী একাডেমীর সভাপতি যতিন হেমরোম প্রমুখ।
এসময় বক্তারা সাঁওতাল জাতিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে শোষণ, নিপীড়ন ও নির্যাতনের এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহŸান জানান। সেই সঙ্গে আদিবাসী সমাজকে কুসংস্কার মুক্ত, শিক্ষা, অর্থনৈতিক মুক্তির জন্য পরিশ্রম করতে এবং চলমান করোনা পরিস্থিতেতে সবাইকে সচেতন থাকার জন্য জানান।