ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : সারা দেশের ন্যায় ধামইরহাটে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ প্রতিপালনে তৎপর প্রশাসন।
বৃহস্পতিবার দিনভর মাঠে তৎপর ছিল উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ ও ধামইরহাট থানা পুলিশের প্রধান কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মুমিনের নেতৃত্বাধীন এস.আই. এ এস আই ও পুলিশ সদস্যরা।
ভোর থেকে উপজেলার আমাইতাড়া, ফার্শিপাড়া, ফতেপুর ও প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা আগ্রাদ্বিগুনে ইউএনও গনপতি রায় লকডাউন বাস্তবায়নে পুলিশ বাহিনী নিয়ে টহল প্রদান করেছেন। পৌরএলাকাসহ নিমতলী বাজার, হরিতকীডাঙ্গা, শল্পী, নানাইচ সহ মঙ্গলবাড়ী বাজারে অভিযান চালান এ্যাসিলেন্ড সিব্বির আহমেদ।

এসময় সরকারি বিধি অমান্য করায় মোবাইল কোর্টে অপ্রয়োজনীয় বাজারে বের হওয়ায় জরিমানা গুনতে অনেককে। দিনভর প্রশাসনের কার্যক্রম ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে পুরো থানা পুলিশ, গ্রাম পুলিশ মাঠে সহযোগিতা করেন প্রশাসনকে। বিকেলে সেনাবাহিনীর একটি টহলও দেখা যায়। ইউপি চেয়ারম্যান গনের সহযোগিতায় এলাকার সকল জায়গায় দোকান-পাট বন্ধ থাকতে দেখা গেছে, তবে কাঁচা বাজারে অনেকেই এসে স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করেছে।