ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে সদর ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান ধুলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ট্যাগ অফিসার ফরিদুল ইসলাম, মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী ফেরদৌস ফেরদাসহ সকল ইউপি সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক, ইমাম, স্বাস্থ্যকর্মী, আওয়ামীলীগের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান ধুলু জনান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মহাদেবপুর সদর ইউনিয়নের করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে করণীয়মূলক সভায় করোনা ভাইরাস প্রতিরোধমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও তিনি মহাদেবপুরে করোনা ভাইরাসে আক্রান্তের হার কমে আসায় অচিরেই সুদিন ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।