ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ জিয়াউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে তার রহনপুর বেগম কাচারির কার্যালয়ে চাঁপাইনবাবগন্জ-১ আসনের সাংসদ ডাঃ সামিলউদ্দিন আহমেদ শিমুল তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে, সন্ধ্যায় রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন মন্ডল মৃত্যূবরণ করায় সভাপতির পদটি সম্প্রতি শূন্য হয়। এর প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশে প্রদান করেন।