ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আহসান হাবীব পান্নু, সহ-সভাপদি কাশ্মির আহমেদ, পৌর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ের সামনে সকল নেতাকর্মী শেখ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন।