ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করে নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টিন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।
প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রকৌশলী নূরে-আলম সিদ্দিকী, বীরমুক্তিযোদ্