ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছয় বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টা মামলায় প্রতিবন্ধী রবিউল ইসলাম বাবু (৪৫) নামের দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাবু উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া গ্রামের মন্ডলপাড়ার সাইদুর রহমানের ছেলে।
ধর্ষণ চেষ্টার ঘটনায় শুক্রবার সকালে থানায় শিশুটির মা রুনা বেগমের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সান্তাহার পোষ্ট অফিস পাড়া এলাকা থেকে ওই কণ্যা শিশুটি তার নানীর সাথে লোকুর মাঠে গরু নিতে যাচ্ছিলো। নানী ও নাতনী যখন সান্তাহার বাসষ্ট্যান্ডের উত্তর পাশের্ব রবিউল ইসলাম বাবুর মুদির (ঢোব) দোকান অতিক্রম করছিল এসময় পিছন থেকে তাদের ডাক দেয়। বাবু শিশুটির নানীকে দোকান গোছানোর জন্য নাতনীকে রেখে যেতে বলেন। বাবু শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিবেচনা করে নাতনীকে তার কাছে রেখে মাঠে গরু নিতে যান। কিছুক্ষন পর বাবু ওই শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির মা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনে এগিয়ে এসে তার মেয়েকে দেখতে পেয়ে উদ্ধার করে। পরেরদিন শুক্রবার সকালে থানায় শিশুটির মা রুনা বেগম বাদী হয়ে ধর্ষণ চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করলে অভিযুক্ত মুদি দোকানিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।