ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, দক্ষিণ মৈনম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৫৬) এবং হাবিবুর রহমানের ছেলে হেলাল হোসেন (৩২) ।
ওসি তদন্ত মেহেদি মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার মৈনম ইউনিয়নের শরিরমোড়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় একটি দোকানঘর থেকে বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র সামুরাই,হাসুয়া, সুলফি এবং ফালা উদ্ধার করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছিলো।
এব্যাপারে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।