ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : দেশের নানা স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা ও গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু যুব মহাজোটের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সুমন কুমার সাহা, যুগ্ন আহ্বায়ক ঝংকার পাল, গোমস্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার, সদস্য সচিব ডালিম কুমার সহ সংগঠনের সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা।
উল্লেখ্য, সম্প্রতি খুলনার রুপসা উপজেলার শিয়ালি গ্রামে হিন্দুপাড়ায় মন্দির, প্রতিমা, বাড়িঘর, দোকানপাঠ ভাংচুর ও সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংগঠনটি।