ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকালে ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের আব্দুল মজিদ খাঁনের ছেলে আব্দুর রহমান।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল বলেন, আব্দুর রহমান পুকুর পাড়ে বোন ইরিনের সঙ্গে পেপসির বোতল নিয়ে খেলা করছিলো।
একপর্যায়ে আব্দুর রহমান পুকুর থেকে পেপসির বোতল তুলতে গিয়ে সে পুকুরে পড়ে যায় এবং পুকুরে পানিতে তলিয়ে যায়।
বোন ইরিন কিছুক্ষণ খোঁজাখুজি করার পর ভাইকে উদ্ধার করতে না পেরে চিৎকার করে। চিৎকারে পথচারী প্রতিবেশীদের জানালে প্রতিবেশীরা পুকুরের মধ্য থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।