ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিববর্ষে শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের অধীন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল জোনাল অফিসের আয়োজনে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ বিদ্যুতায়ন বোড মুজিব বর্ষে শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে এক লাখ হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল জোনাল অফিসে হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেন।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ত্রাণ বিতরণ করেন, নাচোল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ গোলাম মর্তুজা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেনারেল ম্যানেজার সুভন কুমার মোহন্ত, জুনিয়র প্রকৌশলী নাইক হাসান, পরিদর্শক আশরাফুল হকসহ জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।